শিরোনাম
ঢাকা, ১৬ ডিসেম্বর, ২০২৪ (বাসস): ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় মো. সোহেল নামে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় ঢাকা উত্তর সিটির ৩৬ নং ওয়ার্ডের কাউন্সিলর তৈমুর রেজা খোকনকে (৫৬) একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।
আজ সোমবার তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা তাকে সাতদিনের রিমান্ড আবেদন করেন।
আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্র পক্ষ জামিনের বিরোধিতা করে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান তার জামিন নামঞ্জুর করে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে রোববার রাতে রাজধানী থেকে তৈমুর রেজা খোকনকে গ্রেফতার করে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে হাতিরঝিল থানাধীন ঝিলপাড় এলাকায় গুলিবিদ্ধ হন মো. সোহেল। এরপর সোহেল হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসা নেওয়া শেষে হাতিরঝিল থানায় তিনি নিজে বাদী হয়ে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।