বাসস
  ১৭ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৭
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ২১:১১

সাতক্ষীরায় ৩২ জন বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পুলিশ সদস্যকে সংবর্ধনা 

সাতক্ষীরা, ১৭ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে ৩২ জন বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও শহিদ পুলিশ সদস্যদের পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে জেলার পুলিশ লাইন্স ড্রিল শেডে এ সংবর্ধনা প্রদান করেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম মুনীর। 

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আমিনুর রহমান, ডিএসবির পরিদর্শক মনুরুল ইসলাম, পরিদর্শক ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।