বাসস
  ১৮ ডিসেম্বর ২০২৪, ০০:৪৩

যুবদল নেতা হত্যা মামলায় এভার রোজ স্কুলের প্রিন্সিপাল সোহাগ কারাগারে

ঢাকা, ১৭ ডিসেম্বর, ২০২৪ (বাসস): যুবদল নেতা শামীম হত্যা মামলায় রাজধানীর লালমাটিয়ার এভার রোজ ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল মো. আনিছুর রহমান খান সোহাগকে (৪৩) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার সোহাগকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এসময় তার আইনজীবী জামিনের আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং জামিন শুনানির জন্য ১৯ ডিসেম্বর দিন ধার্য করেন ।

এর আগে সোমবার রাতে রাজধানী থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

মামলার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি ঢাকায় মহাসমাবেশ ডাকে। মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে।

বিএনপি নেতাকর্মীদের হত্যা করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালালে যুবদল নেতা শামীম নিহত হন।

এ ঘটনায় চলতি বছরের ১৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়। এ মামলায় সোহাগ এজাহারভুক্ত আসামী।