বাসস
  ১৮ ডিসেম্বর ২০২৪, ১৬:০৫

নওগাঁয় আজ হানাদার মুক্ত দিবস পালিত

নওগাঁ, ১৮ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : জেলায় আজ হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। স্থানীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ বরাবরের মত দিবসটি পালনে কর্মসূচি গ্রহণ করে। 

এ উপলক্ষে বেলা ১১ টায় শহরের  মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। জাতীয় পতাকা এবং বিভিন্ন ফেস্টুন হাতে র‌্যালিটি শহরের প্রধান সড়ক ধরে বাজার এলাকা, বাটার মোড়, ব্রিজের মোড়, ঔষধ পট্টি, বইপট্টি, পুরাতন কোট ভবন হয়ে প্যারীমোহন লাইব্রেরীতে এসে শেষ হয়। 

একুশে পরিষদের সভাপতি এ্যাড. ডিএম আব্দুল বারী র‌্যালিটির উদ্বোধন করেন। এ সময় একুশে পরিষদের উপদেষ্টা  অবসরপ্রাপ্ত অধ্যক্ষ  শরিফুল ইসলাম খান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ওয়ালিউল ইসলাম, উপদেষ্টা ও  প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. কায়েস উদ্দিন, উপদেষ্টা অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা এবিএম রফিকুল ইসলাম, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন, সাংবাদিক ওমর ফারুক, একুশে পরিষদের সাধারণ সম্পাদক এম এম রাসেল, রোটানিয়ান চন্দন দেব, প্রদ্যু ফৌজদারসহ একুশে পরিষদ সহ স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। 

র‌্যালি শেষে পরিমোহন লাইব্রেরী চত্ত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।