শিরোনাম
ঢাকা, ১৮ ডিসেম্বর,২০২৪ (বাসস): বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দেশের ১৫ জেলায় বিজয়ের মাসের অনুষ্ঠান ও রিকশা শ্রমিকদের আলোকচিত্র প্রশিক্ষণ শুরু হয়েছে।
আজ ‘ঐ ধূমকেতু আর উল্কাতে, চায় সৃষ্টিটাকে উল্টাতে’ প্রতিপাদ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজনে শুরু হলো বিজয়ের অনুষ্ঠান।
কর্মসূচির অংশ হিসেবে বুধবার সন্ধ্যা সাড়ে ৫ টায় টাঙ্গাইল ও পিরোজপুর-এ অনুষ্ঠান আয়োজন করা হয়। ১৯ ডিসেম্বর , সন্ধ্যা সাড়ে ৫ টায় বরগুনা, মানিকগঞ্জ, দিনাজপুর, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, সিরাজগঞ্জ, বাগেরহাট, রাজশাহী, ঝিনাইদহ ও বান্দরবান এবং ২০ ডিসেম্বর কক্সবাজার-এ বিজয়ের অনুষ্ঠান আয়োজন করা হবে।
এদিকে আজ ‘আমাদের গল্প আমরাই বলবো,’ মেহনতি জনতার জন্য আলোকচিত্র প্রশিক্ষণ’ শুরু হয়েছে । সকাল ১০টায় পূর্ব বাড্ডায় শুরু হয় ৩ দিনব্যাপী আলোকচিত্র প্রশিক্ষণ। এবারের প্রশিক্ষণ আয়োজন করা হয় রিকশা শ্রমিকদের নিয়ে। চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা-বিকাল ৫টা পর্যন্ত।