শিরোনাম
ঢাকা, ১৮ ডিসেম্বর, ২০২৪ ( বাসস): জুলাই গণহত্যার ১২ মামলার এজাহারভুক্ত আসামি বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান (শফিক) ও তার স্ত্রী লিপি আক্তারকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ বুধবার রাত ৯টার দিকে তাদের গ্রেফতার করা হয়েছে। তারা জুলাই গণহত্যার ১২টি মামলার এজাহারভুক্ত আসামি। তাদের গোয়েন্দা হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে।