শিরোনাম
খাগড়াছড়ি, ১৯ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : জেলায় পর্যটকবাহী বাস উল্টে ২০ জন আহত হয়। আজ বৃহস্পতিবার, ভোর ৫টার দিকে খাগড়াছড়ির আলুটিলা পুনর্বাসন নামক স্থানে এ ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটকবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মধ্যখানে উল্টে যায়, এতে ২০ জন আহত হন। তারা সবাই রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা ঢাকা ট্যুর গ্রুপের অ্যারেঞ্জমেন্টে গোমতি গোল্ডেন এক্সপ্রেস গাড়িতে করে সাজেকের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
খাগড়াছড়ি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মীর মোশারফ হোসেন জানান, ভোরে ২০ জনের মতো এক্সসিডেন্টের রোগী হাসপাতালে আসেন, তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। তবে ২/১ ছাড়া কেউ বড় ধরনের আহত হননি। আশাকরি, এখানে তাদের চিকিৎসা দেয়া যাবে এবং দ্রুত নিজ নিজ বাড়িতে চলে যেতে পারবেন । এদিকে পুলিশ খবর পেয়ে বাসটি উদ্ধারের চেষ্টা করছে।