বাসস
  ১৯ ডিসেম্বর ২০২৪, ১২:৪৭

সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে প্রায় সাড়ে ১০ কেজি রুপার গহনাসহ দুই যুবক আটক 

সাতক্ষীরা, ১৯ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : ভারত থেকে বাংলাদেশে পাচারকালে, সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে প্রায় সাড়ে ১০ কেজি রুপার গহনা ও একটি মোটরসাইকেলসহ দুই যুবককে আটক করেছে বিজিবির সদস্যরা। 

গতকাল বুধবার রাত ১০ টায়, বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো.আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে জেলার সদর উপজেলার তলুইগাছা সীমান্ত থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলো, জেলার কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের মো. জাহাঙ্গীর মন্ডলের ছেলে মো. জাকির মন্ডল (২৮) ও একই উপজেলার সাহাপুর গ্রামের আব্দুস সাত্তরের ছেলে মো. তামিম হোসেন (১৭)। 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদর উপজেলার তলুইগাছা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে রুপার গহনার একটি বড় চালান পাচার করা হচ্ছে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তলুইগাছা বিওপির নায়েক সুবেদার মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখানে মোটরসাইকেল আরোহী দুই যুবক সন্দেহজনক ভাবে চলাফেরা করার সময় তাদেরকে চ্যালেঞ্জ করে বিজিবি সদস্যরা। 

পরে, তাদের মোটরসাইকেল তল্লাশী চালিয়ে সিট কভারের নিচে বিশেষ কায়দায় ফিটিং ও স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১০ কেজি ১২৫ গ্রাম ভারতীয় রুপার গহনা জব্দসহ তাদের আটক করা হয়। জব্দকৃত রুপার গহনাসহ মোটর সাইকেলের বাজার মূল্য ২৪ লাখ ৬ হাজার টাকা।    

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ব্যাপারে আটক দুই চোরাকারবারীর বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের সহ গহনাগুলো জেলা ট্রেজারি অফিসে জমা রাখার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।