শিরোনাম
ঢাকা, ১৯ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : আগামী সপ্তাহের মাঝামাঝি সারাদেশে কমতে পারে তাপমাত্রা। প্রথম দিকে কমতে পারে বৃষ্টিপাতের প্রবণতা।
সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
সারা দেশে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে; কমতে পারে দিনের তাপমাত্রা। এছাড়া মধ্য রাত থেকে সকাল পর্যন্ত কোথাও থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এদিকে, শুক্রবার ঢাকা, খুলনা, ও বরিশাল বিভাগের দু এক জায়গায় থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
সারাদেশে রাতের তাপমাত্রা ১-থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা কমতে পারে। আবার মধ্য রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
শনিবার সারাদেশে এবং দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।
আজ ঢাকা সূর্যোদয় ভোর ৬ টা ৩৬ মিনিটে এবং আগামীকাল সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১৬ মিনিটে।