শিরোনাম
নীলফামারী, ১৯ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : জেলায় আজ শব্দ দূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় কর্মশালা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় শতাধিক যানবাহন শ্রমিক অংশগ্রহন করেন।
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুনের সভাপতিত্বে বক্তৃতা দেন নীলফামারী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক মাহবুবুল আলম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক জ্যোতি বিকাশ চন্দ্র, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম প্রমুখ।
কর্মশালায় শব্দ দূষণের ক্ষতিকর দিক তুলে ধরা হয় এবং দূষণ নিয়ন্ত্রণে যানবাহনের হর্ণ অযথা না বাজানো, হাইড্রলিক হর্ণ ব্যবহার না করার আহ্বান জানানো হয়।
জেলায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।