শিরোনাম
শেরপুর, ১৯ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : আসন্ন বড়দিন যেন নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে পালিত হয় সে বিষয়ে জেলার খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের সাথে মতবিনিময় করেছে জেলা পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুর ২টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার আমিনুল ইসলাম।
এসময় পুলিশ সুপার বলেন, অন্যান্য বছরের তুলনায় জেলায় এবছর বড়দিন উৎসবমুখর হবে। পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরা বড়দিনের নিরাপত্তায় দায়িত্ব পালন করবে।
অনুষ্ঠানে মুক্ত আলােচনায় বড়দিনের নিরাপত্তাসহ দিবসটি যেন নির্বিঘ্নে উদযাপন করা যায় সে সম্পর্কে বিভিন্ন প্রয়ােজনীয় দিক উঠে আসে।
সভায় অন্যান্যেদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভুইয়া, শাহ শিবলী সাদিক, আব্দুল করিম এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলার ৫২টি গির্জার প্রতিনিধিসহ খ্রিস্টান ধর্মীয় নেতৃবৃন্দ, জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।