বাসস
  ১৯ ডিসেম্বর ২০২৪, ১৯:৩০

রোমে বাংলাদেশ দূতাবাসের আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন

ঢাকা, ১৯ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : রোমে বাংলাদেশ দূতাবাস বুধবার যথাযোগ্য মর্যাদায় ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৪’ এবং ‘জাতীয় প্রবাসী দিবস-২০২৪’ উদযাপন করেছে।

আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, সভায় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীগণ, প্রবাসী বাংলাদেশীগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এ উপলক্ষ্যে দূতাবাসে আয়েজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় হতে পাঠানো ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

রাষ্ট্রদূত রকিবুল হক ইতালিতে বাংলাদেশীদের অভিবাসন বিষয়ে একটি সংক্ষিপ্ত পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন অংশগ্রহণকারীদের সামনে উপস্থাপন করেন।

পরে ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইতালি প্রবাসীদের মধ্য হতে মানি এক্সচেঞ্জের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিবর্গ, প্রবাসীদের ইমিগ্রেশন সহায়তা প্রদানকারী সংস্থা, ব্যবসায়ী, চাকরীজীবি, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তারা প্রবাসীদের অধিকার এবং দূতাবাসের সেবা কার্যক্রম বিষয়ে তাদের পরামর্শ এবং প্রত্যাশা তুলে ধরেন। রাষ্ট্রদূত বৈধপথে রেমিটেন্স প্রেরণে ইতালিতে প্রবাসীদের ভূমিকার প্রশংসা করে বলেন, প্রবাসীদের সেবা নিশ্চিত করতে দূতাবাস প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি প্রবাসীদের অধিকার, মর্যাদা এবং কল্যাণ নিশ্চিত করতে দূতাবাসের নেওয়া পদক্ষেপসমূহ এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগ ও পরিকল্পনাসমূহ তুলে ধরেন।

দিবসটি পালন উপলক্ষ্যে দূতাবাসে আসা প্রায় চারশতাধিক কনস্যুলার সেবাপ্রার্থী প্রবাসী বাংলাদেশীকে উন্নত সেবা এবং আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় হতে পাঠানো ভিডিও ডকুমেন্টারী প্রদর্শন করা হয়। এছাড়াও দিবসটি উপলক্ষ্যে দূতাবাস থেকে সপ্তাহব্যাপী বিশেষ সেবা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।