বাসস
  ১৯ ডিসেম্বর ২০২৪, ২২:০৭

বাংলাদেশের শিক্ষা উন্নয়নে জাপানের সহায়তা

ঢাকা, ১৯ ডিসেম্বর, ২০২৪ (বাসস) :  বাংলাদেশ ও জাপানের মধ্যে ‘চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী’ (পিইডিপি৪) শীর্ষক অনুদান সহায়তার একটি একচেঞ্জ অব নোট স্বাক্ষরিত হয়েছে।

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি এবং অর্থনৈতিক সম্পর্ক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী ৩৩ লাখ মার্কিন ডলারের এই একচেঞ্জ অব নোটে স্বাক্ষর করেন। এই চুক্তির ভিত্তিতে জাইকা বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি ইচিগুচি তোমোহাইড এবং মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী একটি প্রাসঙ্গিক অনুদান চুক্তিতে স্বাক্ষর করেন।

রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেন, শিক্ষা মানব সম্পদের বিকাশ ঘটায় এবং তা যে কোনো জাতির ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। শিক্ষা ছাড়া জাতির কোনো উন্নয়ন হয় না। তিনি বলেন, এই সহায়তা অনেক শিশুকে উচ্চমানের শিক্ষা লাভের সুযোগ দেবে এবং এমন অনেক উদ্যোগের মাধ্যমে উভয় দেশই উপকৃত হবে।

এই ৫ম অনুদানসহ জাপান পিইডিপি৪ এর জন্য মোট ২ দশমিক ৫ বিলিয়ন জাপানী ইয়েন (প্রায় ১৬ দশমিক ৭ মিলিয়ন মার্কিন ডলার) প্রদান করেছে।