বাসস
  ২০ ডিসেম্বর ২০২৪, ১৩:৪৬
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১৪:০৪

উত্তরায় রেস্টুরেন্টে আগুন : নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট, ৭ জনকে জীবিত উদ্ধার

ঢাকা,  ২০ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : রাজধানীর উত্তরার-১২ নম্বর সেক্টরের শাহ মখদুম রোডে লাভলীন নামে একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। অগ্নিকাণ্ডের পর ওই রেস্টুরেন্টের ভেতর থেকে সাতজনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি ।

তিনি আরও বলেন, আগুনের খবর পেয়ে ১০টা ৪৪ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে সেখানে  উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা, সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৮টি ইউনিট আগুনে নেভাতে কাজ করছে।

আনোয়ারুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের পর ওই রেস্টুরেন্টের ভেতর থেকে সাতজনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।