বাসস
  ২০ ডিসেম্বর ২০২৪, ১৯:২৩

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

দিনাজপুর, ২০ ডিসেম্বর ২০২৪ (বাসস) : জেলায় বীরগঞ্জ উপজেলায় আজ দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ শুক্রবার দুপুর আড়াইটায় দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে বীরগঞ্জ উপজেলার কবিরাজ হাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেলের দুই আরোহী হলেন- মাধব রায় (২৪) এবং দিপু রায় (৩০)। তারা দু’জনেই দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার মাশালপুর গ্রামের বাসিন্দা।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ শফিকুল ইসলাম আজ শুক্রবার বিকেলে ৪ টায় এই তথ্য নিশ্চিত করেন।
ঠাকুরগাঁও হাইওয়ে পুলিশের টিএসআই শেখ আরেফিন ইমরোজ জানান, শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন খেজুর বাগান থেকে মোটরসাইকেল যোগে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কবিরাজ হাট এলাকায় দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে তাদের মোটরসাইকেলের সাথে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় ঘটনাস্থলেই মাধব রায় নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন। গুরুতর অবস্থায় অপর আরোহী দিপু রায়কে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার বিকেলে সাড়ে ৩টায় তিনি মারা যান।

সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল গফুর জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।