বাসস
  ২০ ডিসেম্বর ২০২৪, ১৯:২৬

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে শিশুর মৃত্যু

কক্সবাজার, ২০ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : জেলার উখিয়া উপজেলায় আজ মায়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের পাহাড় ধসে মাটিচাপায় একশিশুর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কুতুপালং ১৫ নম্বর ক্যাম্পের ব্লক ডি-১২’তে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মো. ছৈয়দ উল্লাহ (১০)। ওই ক্যাম্পের ব্লক-এফ/১৬-এর ইমাম হোসেনের ছেলে। এ সময় আরও দুই শিশু আহত হয়েছে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী শিশুর মৃত্যুর ঘটনা নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে ক্যাম্পের ডি-১২ ব্লকের একটি খাড়া পাহাড়ের পাশে রোহিঙ্গা ক্যাম্পের শিশু-কিশোররা খেলাধুলা করছিল। এক পর্যায়ে পাহাড়ের উপর থেকে মাটির বড় একটি খন্ড আকষ্মিক ধসে পড়ে। এতে তিন শিশু মাটি চাপা পড়লে ঘটনাস্থলেই শিশু ছৈয়দ উল্লাহ মারা যায়। পরে মাটি সরিয়ে স্থানীয়রা হতাহতদের ক্যাম্প সংলগ্ন স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়।
তিনি জানান, নিহত রোহিঙ্গা শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।