শিরোনাম
বগুড়া, ২০ ডিসেম্বর ২০২৪ (বাসস) : জেলায় আজ বগুড়া-৬ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় বৈষম্যবিরোধী আন্দোলনকালে একাধিক হত্যা মামলার আসামি রাগেবুল আহসান রিপুকে বগুড়ার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-এর আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুমন রঞ্জন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। গত বৃহস্পতিবার ভোরে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে র্যাব-১৪ এর একটি দল সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুকে গ্রেপ্তার করে।