বাসস
  ২০ ডিসেম্বর ২০২৪, ২১:২০

উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে তারেক রহমানের শোক 

ঢাকা, ২০ ডিসেম্বর, ২০২৪ (বাসস): অর্ন্তবর্তী সরকারের ভূমি এবং বেসরকারী বিমান ও পর্যটন উপদেষ্টা, দেশের খ্যাতনামা আইনজীবী, সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এই শোক ও দুঃখ প্রকাশ করেন।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান শোকবার্তায় বলেন, ‘অর্ন্তবর্তী সরকারের উপদেষ্টা ও দেশের কৃতি আইনজ্ঞ এ এফ হাসান আরিফের মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তাঁর শোকার্ত পরিবারবর্গের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাই।’

তিনি বলেন, ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তার মতো একজন অভিজ্ঞ ও প্রাজ্ঞ আইনবিদের পৃথিবী থেকে চিরবিদায়ে দেশে শুন্যতার সৃষ্টি হলো। আইন পেশায় তার অবদান সহকর্মী ও উত্তর প্রজন্মের আইনজীবীদের মনে চিরজাগরুক হয়ে থাকবে।’

তিনি আরও বলেন, আইনের শাসনের ভাবনায় তার (হাসান আরিফ) অভিমত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর শক্তি ও প্রেরণার উৎস হয়ে থাকবে।

তারেক রহমান এ এফ হাসান আরিফের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্য, গুণগ্রাহী, ভক্ত ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।