বাসস
  ২১ ডিসেম্বর ২০২৪, ১৫:১৮

ফতুল্লায় এক হোসিয়ারি শ্রমিককে হত্যা

নারায়ণগঞ্জ, ২১ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : জেলার ফতুল্লায় আহমেদ সিয়াম নামে এক হোসিয়ারি শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

গতকাল শুক্রবার দিবাগত মধ্যে রাতে ফতুল্লার শিহাচর তক্কারমাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

আজ সকালে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নিহত সিয়াম (১৮) ফতুল্লার পিলকুনী এলাকার আব্দুল হালিম মিয়ার ছেলে।

নিহতের স্বজনেরা জানান, শুক্রবার রাতে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা সিয়ামকে অটোরিকশা দিয়ে তক্কার মাঠ মসজিদ সংলগ্ন খানকা মাঠে নিয়ে যায়। সেখানে সিয়ামকে কুপিয়ে পুনরায় রিকশায় করে পাঁচ তলার সামনে ফেলে দিয়ে যায়। পরে স্থানীয়রা সিয়ামকে গুরুতর অবস্থায় উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি শরিফুল ইসলাম বলেন, সিয়ামের ডান পাশের উরুতে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে।  শীঘ্রই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করা হবে।