বাসস
  ২১ ডিসেম্বর ২০২৪, ২০:৪০

যাত্রাবাড়ীতে হত্যাকাণ্ডের ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেফতার

প্রতীকী ছবি

ঢাকা, ২১ ডিসেম্বর, ২০২৪ (বাসস): রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভারে একটি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আজ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, শাকিল (১৬) ও আশরাফুল ইসলাম (১৭)।

সকাল সাড়ে ৬টায় যাত্রাবাড়ী থানার করাতিটোলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গত ১৮ ডিসেম্বর রাতে হাফেজ কামরুল হাসান নামে এক ব্যক্তি তার বন্ধুদের সাথে সাজেক যাওয়ার জন্য বাসযোগে রায়েরবাগ হতে সায়েদাবাদ বাসস্ট্যান্ডের উদ্দেশে রওনা হন। তিনি রাত পৌনে ৯টার দিকে বাস থেকে নেমে ফ্লাইওভার দিয়ে হেঁটে সায়েদাবাদ বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন ছিনতাইকারী তার গতিরোধ করে। ছিনতাইকারীরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছে থাকা নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ভিকটিমের  সাথে তাদের ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীরা ধারালো চাকু দিয়ে হাসানের বুকে আঘাত করে। ভিকটিমের কাছে থাকা একটি মোবাইল ফোন ও নগদ ৭ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। 

গুরুতর আহত অবস্থায় কামরুল হাসানকে ফ্লাইওভারের ওপর পড়ে থাকতে দেখে এক পথচারী তাকে দ্রুত ধলপুরের ইসলামিয়া হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ওইদিনই তাকে ইসলামিয়া হাসপাতাল থেকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাসানেেক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শুক্রবার নিহত কামরুল হাসানের বাবা মো. ইমাম হোসেন বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, মামলাটি তদন্তকালে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় প্রথমে ছিনতাইকারী চক্রের সদস্যদের সনাক্ত করা হয়। এরপর যাত্রাবাড়ী থানার একটি টিম আজ করাতিটোলা এলাকা থেকে শাকিল ও আশরাফুলকে গ্রেফতার করে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা যাত্রাবাড়ী ফ্লাইওভারসহ আশপাশের এলাকায় মোবাইল ফোন, নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে থাকে। তারা হত্যার ঘটনায় জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে। 

তারা মূলত মাদক সেবনের অর্থ সংগ্রহের জন্য ছিনতাই করতো। ছিনতাইকারী চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।