বাসস
  ২১ ডিসেম্বর ২০২৪, ২০:২৮

বিপ্লবী সাংবাদিক মহীউদ্দিন আহমদের ৬০তম মৃত্যুবার্ষিকী আগামীকাল

ঢাকা, ২১ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : বিপ্লবী সাংবাদিক মহীউদ্দিন আহমদের ৬০তম মৃত্যুবার্ষিক আগামীকাল। তিনি ১৯৬৪ সালের এইদিনে মাত্র ৫৪ বছর বয়সে কুমিল্লা জেলার পয়ালগাছা চৌধুরী বাড়ির নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।

দীর্ঘ ২৭ বছর সাংবাদিক ও সাহিত্যিকের জীবনে মহীউদ্দিন আহমদ অধুনালুপ্ত দৈনিক ইনসাফ, দৈনিক আমার দেশ, অর্ধ সাপ্তাহিক নবনূর, সাপ্তাহিক জেহাদ, পাক্ষিক মোছলমান, মাসিক শতদল ও মাসিক তরুণ পত্রিকার সম্পাদক ছিলেন।

এ ছাড়াও যুগ্ম ও বার্তা সম্পাদক পদে তিনি দৈনিক কৃষক, দৈনিক প্রত্যয়, দৈনিক নবযুগ, দৈনিক জিন্দেগী, দৈনিক মিল্লাত ও দৈনিক চাষী’র সঙ্গে যুক্ত ছিলেন।

চল্লিশের দশকে এই বিপ্লবী ‘কালপুরুষ’ নামে অধিক পরিচিত ছিলেন লেখালেখির কারণে। বিশেষ করে উপ-সম্পাদকীয় ও কলাম লেখক হিসেবে তিনি খুবই জনপ্রিয় ছিলেন।

জন্মসূত্রে জমিদার হলেও মহীউদ্দিন আহমদের বিপ্লবী আন্দোলনের কারণে তাঁর জমিদারী নিলামে চলে যায়। ১৯৪৭ সালের পর পাকিস্তান শাসন ব্যবস্থার কঠোর সমালোচনা করতেন বলে তিনি একাধিকবার কারবরণ করেন। এ সময় তাঁর ‘দৈনিক ইনসাফ’ পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হয়। বাজেয়াপ্ত করা হয় তাঁর বংশালের ছাপাখানাসহ বেশ কিছু গ্রন্থ।

প্রয়াত সাংবাদিক এ বি এম মূসা বলতেন, মাত্র ১৯ বছর বয়সে তিনি মহীউদ্দিন আহমদ সম্পাদিত ‘দৈনিক ইনসাফ’ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতার জগতে প্রবেশ করেন এবং ওই পত্রিকাটি এদেশের বাংলা সংবাদপত্রে আধুনিকতার সূত্রপাত ঘটিয়েছে।

মহীউদ্দিন আহমদের গ্রন্থ সমূহের মধ্যে সেরা কাব্যগ্রন্থ ছিল ‘স্বপ্নরেখা’ ও ‘ব্যথার গান’। উপন্যাস ‘মধুচক্র’। ‘বজ্রশক্তি’ সাহিত্য সিরিজ ও ‘সবজান্তা’ কিশোর সাহিত্য সিরিজের ৫০টি গ্রন্থ প্রকাশিত হয়। 

এ ছাড়াও ‘রয় চ্যাপম্যান অ্যান্ডুজ’র অনুবাদে লিখেছেন- ‘সেকালের আজব জানোয়ার’ সিরিজ।

উল্লেখ্য, বিপ্লবী সাংবাদিক মহীউদ্দিন আহমদ হলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র সাংবাদিক ও ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম বাংলাদেশের (ওয়াইজেএফবি) সভাপতি তানভীর আলাদিনের নানা।