শিরোনাম
চাঁদপুর, ২১ ডিসেম্বর ২০২৪ (বাসস) : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে শাহাদাৎ হোসেন (১৬) ও ইকবাল হোসেন (১৭) নামে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
আজ শনিবার ডিসেম্বর দুপুরে উপজেলার কামতা বাজার সুবিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইকবাল হোসেন মুলপাড়া গ্রামের হাজী বাড়ির মো. খাজে আহমেদের ছেলে এবং শাহাদাৎ হোসেন একই গ্রামের ওবায়দুল্লার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ফরিদগঞ্জের কামতা বাজার এলাকা থেকে শাহাদাৎ হোসেন ও ইকবাল নামে দুই বন্ধু মোটরসাইকেল যোগে সুবিদপুর এলাকায় যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সাথে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় তারা নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ সড়কের পাশে পড়ে যান। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃৃত ঘোষণা করেন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।