বাসস
  ২২ ডিসেম্বর ২০২৪, ০০:২২

সিলেটে হাছন রাজা উৎসব পালিত 

সিলেট, ২১ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : সিলেটে শেষ হলো মরমী কবি ও সাধক ‘হাছন রাজা উৎসব-২০২৪’। তাঁর দর্শন, চেতনা ও সঙ্গীতের অসামান্য সংযোগ সমুন্নত রাখার প্রত্যয়ে আজ শনিবার শেষ হয়েছে দুই দিনব্যাপী এই আয়োজন।

দ্বিতীয় দিনে সিলেট কবি নজরুল অডিটরিয়ামে হাছন রাজার গানের শিল্পী-সাহিত্যিক-ভক্ত-অনুরাগীদের অপূর্ব সম্মিলন ঘটে। বিকেল থেকে রাত পর্যন্ত চলা আয়োজনে অনুষ্ঠানস্থল ছিল কানায় কানায় পূর্ণ।

একের পর এক বাউল শিল্পীরা গাইতে থাকেন হাসন রাজার কালজয়ী সব গান। সমাপনী দিনের প্রথম পর্বে ছিল হাছনরত্ন পুরস্কার প্রদান অনুষ্ঠান। 

উৎসব উদযাপন কমিটির আহবায়ক ডা. মো. জহিরুল ইসলাম অচিনপুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ। এতে বিশেষ অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ এম আতাউর রহমান পীর, একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী সুষমা দাশ, সাংবাদিক ও একুশে পদকপ্রাপ্ত গবেষক সুমন কুমার দাস, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শরদ্বিন্দু ভট্টাচার্য্য, বাংলাদেশ বেতার সিলেটের আঞ্চলিক পরিচালক লোক গবেষক সৈয়দা আঁখি হক। 
মূল বক্তব্য উপস্থাপন করেন হাছন রাজা লোকসাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি আবু সালেহ আহমদ।

হাছন রাজার সমবেত সঙ্গীত পরিবেশন, উদ্বোধনী থীম সঙ কোরিওগ্রাফি, ডকুমেন্টরি প্রদর্শন ও কেক কাটা ছিল প্রথম পর্বের অন্যতম কর্মসূচি।

অনুষ্ঠানে কণ্ঠশিল্পী ও সুরকার আকরামুল ইসলাম, কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী, স্থপতি ও নাট্যকার শাকুর মজিদকে হাছনরত্ন পুরস্কার এবং সৈয়দা ইয়ারুন নেছা, আব্দুল লতিফ ও বিদিত লাল দাশকে মরনোত্তর পুরস্কার প্রদান করা হয়।

দ্বিতীয় পর্বে- নৃত্য পরিবেশনা, বীর মুক্তিযোদ্ধা শাহ মোশাহিদ আলীকে সংবর্ধনা প্রদান এবং হাছন রাজার অমর সৃষ্টি সব গান পরিবেশন করেন শিল্পীরা। 

প্রসঙ্গত, মরমী সাধক হাছন রাজার ১৭০তম জন্মবার্ষিকী আজ শনিবার। প্রায় আড়াইশ লোকগানের রচয়িতা হাছন রাজা ১৮৫৪ সালের ২১ ডিসেম্বর সুনামগঞ্জ শহরের তেঘরিয়া গ্রামে লক্ষণশ্রী পরগনার ধণাঢ্য জমিদার দেওয়ান আলী রাজা চৌধুরী এবং হুরমত জান বিবির ঘরে জন্ম নেন এই মরমী সাধক দেওয়ান অহিদুর রেজা চৌধুরী, যিনি হাছন রাজা নামে সারাবিশ্বের কাছে পরিচিত। তাঁর কালজয়ী সব গান বাংলা সংস্কৃতির অনন্য নিদর্শন। প্রখ্যাত এ সাধক ১৯২২ সালের ৬ ডিসেম্বর ইহলোক ত্যাগ করেন।