শিরোনাম
ঢাকা, ২২ ডিসেম্বর ২০২৪ (বাসস) : বক্তারা বলেছেন, অর্ন্তবর্তী সরকারের সদ্য প্রয়াত উপদেষ্টা এ.এফ. হাসান আরিফ একজন উজ্জ্বল আইনজীবী হিসেবে এবং সমাজের প্রান্তিক মানুষের মানবাধিকার রক্ষায় তার সক্রিয় ভূমিকার জন্য স্মরণীয় হয়ে থাকবেন।
তারা বলেন, শিশুর মতো সরল ব্যবহার ছিল তার (হাসান আরিফ)। যত রকম সমস্যা দেখা দিয়েছে, যেখানে কোনো কোন্দল দেখেছেন, তিনি হাজির হয়েছেন তার সমাধানে।
তারা আরও বলেন, ‘তার মৃত্যুতে মন্ত্রণালয় হারিয়েছে যোগ্যতম অভিভাবককে, দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক মানুষকে। জাতি হারিয়েছে আদর্শবান ও নিবেদিতপ্রাণ ব্যক্তিকে। তার শূন্যতা সহজে পূরণ হবার নয়। মহাকালের পাতায় তার কীর্তি লেখা রবে অমলিন।’
তারা আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সদ্যপ্রয়াত উপদেষ্টা এ.এফ. হাসান আরিফের বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতিচারণ করতে আয়োজিত স্মরণ সভায় এ কথা বলেন।
মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফাতেমা রহিম ভীনা, আব্দুন নাসের খান, আনিসুর রহমান, বিএসএল এমডি মাহবুবুর রহমান ভূঞা ও বাংলাদেশ বিমানের এমডি ড. মো. শফিকুর রহমান।
সভার শুরুতে মরহুম হাসান আরিফের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ গত ২০ ডিসেম্বর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে মৃত্যুবরণ করেন।