বাসস
  ২২ ডিসেম্বর ২০২৪, ১৮:২৮

নীলফামারীর সৈয়দপুরে প্রশাসনের কম্বল বিতরণ

নীলফামারী, ২২ ডিসেম্বর ২০২৪ (বাসস): জেলার সৈয়দপুর উপজেলায় আজ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় দুই শতাধিক দুস্থ ও অসহায় ব্যক্তির মধ্যে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

আজ রোববার বেলা সাড়ে ১১ টায় সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মির্জা মো. আবু সাইদ, বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম প্রমুখ।

বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম জানান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় দুইশ’ কম্বল উপজেলা প্রশাসনের আয়োজনে বিতরণ করা হয়েছে।