শিরোনাম
খুলনা, ২২ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : বাংলাদেশে ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভোশি বলেছেন, তার দেশ খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) একাডেমিক ও গবেষণা কার্যক্রমের উন্নতির জন্য পাশে থাকবে। আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিমের আমন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।
রাষ্ট্রদূত মনসুর চাভোশি বলেন, ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের সহায়তায় একটি আধুনিক ভাষা কেন্দ্র চালু করার মাধ্যমে ইরান প্রাথমিক পর্যায় থেকেই বিশ্ববিদ্যালয়ের পাশে ছিল। তবে পরে নানা কারণে কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়। তিনি বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক, সহযোগিতা এবং অর্থবহ কর্মসূচি জোরদার করতে ইরানের বিশ্ববিদ্যালয়গুলো খুবি’র সঙ্গে সহযোগিতায় আগ্রহ দেখাবে। খুব শিগগিরই খুবি ও ইরানের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সহযোগিতার সম্পর্ক প্রতিষ্ঠিত হবে।
প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপ-উপাচার্য্য অধ্যাপক হারুনুর রশীদ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের এক চিত্র তুলে ধরেন। তিনি ইরানের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেন।