শিরোনাম
ঢাকা, ২২ ডিসেম্বর ২০২৪ (বাসস) : ঢাকা বিশ্ববিদল্যায়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-সামাজিক যোগাযোগ মাধ্যমবিষয়ক সম্পাদক মো. মুক্তাদির হোসেন মুক্তকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে মুক্তকে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও রমনা জোনাল টিমের ডিবির এসআই মো. ইরফান খান তাকে দশ দিনের রিমান্ড আবেদন করেন। মামলার মূল নথি না থাকায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন । একই সঙ্গে রিমান্ড শুনানির জন্য ৩০ ডিসেম্বর দিন ধার্য করেন।
গতকাল শনিবার মুক্তকে রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালের সামনে থেকে আটক করে পুলিশে দেয় ছাত্র-জনতা।
মামলার এজাহারে বলা হয়েছে, সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করে। এতে তিন শতাধিক শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়টির সার্জেন্ট জহিরুল হক হলের শিক্ষার্থী আরমান হোসাইন। মামলায় প্রধান আসামি করা হয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে।