বাসস
  ২২ ডিসেম্বর ২০২৪, ২০:১২
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ২২:৩৬

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে মেধার চর্চা করতে হবে : সৈয়দ জামিল আহমেদ

সুনামগঞ্জ, ২২ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ বলেছেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে মেধার চর্চা ও মেধার মূল্যায়ন করতে হবে। তিনি বলেন, সুষ্ঠু ধারার প্রতিযোগিতার মাধ্যমে আমাদের শিশুদের মেধাবী করে তুলতে হবে।

আজ রোববার সকালে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে শিল্পকলা একাডেমির প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও অভিভাবকদের সঙ্গে এক  মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সুনামগঞ্জ জেলা কালচারাল অফিসার  আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, হাসন রাজা পরিষদের সভাপতি গবেষক ও লেখক দেওয়ান সাখাওয়াতুল রাজা চৌধুরী সামারিন, সিলেট জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তসহ অনেকে বক্তব্য রাখেন।

মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ বলেন, ছোট বেলা থেকেই শিশুদের প্রশ্ন করতে শেখাতে হবে, প্রশ্ন করতে শিখলেই সে সাহসী হয়ে উঠবে। বিগত ১৫ বছর কেউ কোন প্রশ্ন করতে পারেনি। ওই সময়ে প্রশ্ন করা বন্ধ ছিল। প্রশ্ন করলে আমি খুশি হব। প্রশ্ন করলেই সমাধান বেরিয়ে আসবে।

উপস্থিত প্রশিক্ষক, নাট্যকারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ছোটদের পাঠ্যপুস্তক অনুযায়ী নাটক তৈরি করুন। যেন তা জীবন ও বাস্তবমুখী হয়। ছোট বেলা থেকেই তারা যেন উৎসাহ ও হৈ হুল্লুরের মাধ্যমে শিখতে পারে। শুধু শিশু-কিশোর নয়, উদীয়মানদেরও খুঁজে বের করতে হবে। 

এ সময় মহাপরিচালক শিল্পকলাকে জনবান্ধব করে তুলতে সবার প্রতি আহ্বান জানান।

পরে তিনি সুনামগঞ্জের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দর সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।