বাসস
  ২২ ডিসেম্বর ২০২৪, ২১:১৯

বিভিন্ন অনিয়মের অভিযোগে ডিএনসিসিসহ ৪টি স্থানে দুদকের অভিযান

ঢাকা, ২২ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : বিভিন্ন অনিয়ম ও রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট। এ ছাড়া আজ আরও ৩টি জায়গায় অভিযান চালানো হয়েছে।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম জানান, আজ রোববার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিস্কুট ক্রয়ের ভুয়া ভাউচার তৈরিপূর্বক ক্রয়ের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দুদক টিম সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করেন। রেকর্ডপত্রের প্রাথমিক পর্যালোচনায়, সাবেক মেয়রের একান্ত সচিবের বিদায় অনুষ্ঠানে ইমপ্রেস্ট মানি ফান্ড থেকে ১ লাখ টাকা ব্যয়, প্রধান নির্বাহী কর্মকর্তার দপ্তরে অত্যধিক মূল্যে ৩ হাজার ৬০০ টাকা কেজির বিস্কুট এবং ৩ হাজার ১৫০ টাকা কেজির কাজুবাদাম ক্রয় সংক্রান্ত তথ্য পাওয়া যায়।

সার্বিক পর্যালোচনায় ওই অভিযোগের প্রাথমিক সত্যতা রয়েছে মর্মে টিমের কাছে প্রতীয়মান হয়েছে। এনফোর্সমেন্ট টিম সংগৃহীত সকল রেকর্ডপত্র যাচাইপূর্বক কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে বলে জানানো হয়।

এ ছাড়া ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. (ওজোপাডিকো)’র প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, খুলনা সমন্বিত জেলা কার্যালয় থেকে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বিগত বছরগুলোতে ওজোপাডিকোতে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের রেকর্ডপত্র/ তথ্যাদি পর্যালোচনায় ওজোপাডিকো সাবমেরিন ক্যাবলের মাধ্যমে জাতীয় পাওয়ার গ্রিড থেকে বিদ্যুৎ না কিনে অধিক মূল্যে ওয়েস্টার্ন রিনোয়েবল এনার্জি প্রাইভেট লি. থেকে বিদ্যুৎ ক্রয় করছে মর্মে টিমের কাছে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় কাজ না করে ২০২৩-২০২৪ অর্থবছরের বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপি) ৮ টি প্রকল্পের ৭৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দুদক টিম প্রকল্প সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ সরেজমিনে পরিদর্শনপূর্বক সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে এবং যথাযথ টেন্ডার প্রক্রিয়া অনুসরণপূর্বক ঠিকাদার নিয়োগের মাধ্যমে প্রকল্পের কাজ পরিচালিত হয়েছে কি-না; তা খতিয়ে দেখে।

জিজ্ঞাসাবাদে অধিকাংশ প্রকল্পের কাজ না হওয়ার বিষয়টি ভুক্তভোগীরা দুদক টিমকে জানান। মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাৎ হওয়ার অভিযোগ জানিয়ে ভুক্তভোগীরা অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেন এবং অনিয়মের যথাযথ তদন্ত দাবী করেন। ময়মনসিংহের ফুলবাড়িয়া স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর থেকে প্রকল্প সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহপূর্বক তাৎক্ষণিক পর্যালোচনা এবং সরেজমিন পরিদর্শনে অভিযোগের বিষয়ে প্রাথমিক সত্যতা পায় দুদক টিম। অভিযোগ সংশ্লিষ্ট প্রকল্পসমূহের প্রস্তাবনা, প্রাক্কলন, বাস্তবায়ন প্রতিবেদন, বিল অনুমোদন ইত্যাদি সংশ্লিষ্ট সকল রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।

এদিকে কক্সবাজার উত্তর বন বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে কক্সবাজার দুদক জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুদক টিম সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করেন। অভিযানকালে সরেজমিন পরিদর্শনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।

এনফোর্সমেন্ট টিম অভিযোগ সংশ্লিষ্ট সকল রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।