শিরোনাম
ঢাকা, ২২ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন জিসিএম বাস্তবায়নে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় একটি সম্মিলিত বৈশ্বিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
আজ রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে গ্লোবাল কমপ্যাক্ট ফর সেফ, অর্ডারলি অ্যান্ড রেগুলার মাইগ্রেশন (জিসিএম)-এর আঞ্চলিক পর্যালোচনার জন্য জাতীয় পরামর্শে আহ্বান জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ নেতৃত্বে বাংলাদেশ মাইগ্রেশন কমপ্যাক্ট টাস্কফোর্স এই অনুষ্ঠানের আয়োজন করে।
এটি বাস্তবায়নে জিসিএম চ্যাম্পিয়ন দেশ হিসেবে বাংলাদেশের অগ্রগতি জাতীয় পরামর্শের মাধ্যমে মূল্যায়ন করা হয়, যা ২০২৫ সালের ফেব্রুয়ারিতে নির্ধারিত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বিতীয় জিসিএম আঞ্চলিক পর্যালোচনায় বাংলাদেশের সাফল্য এবং সুযোগ ও চ্যালেঞ্জ তুলে ধরার জন্য একটি ফোরাম হিসাবেও কাজ করে আসছে।
পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিন জোর দিয়ে মানব গতিশীলতাকে বৈশ্বিক রূপান্তরের কেন্দ্রবিন্দুতে থাকার কথা উল্লেখ করে বলেন, শূন্য দারিদ্র্য ও শূন্য বেকারত্ব অর্জনে একটি শক্তিশালী চালিকা শক্তি হতে পারে, যা প্রধান উপদেষ্টার ‘থ্রি জিরো’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন বলেন, যৌথ প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ সরকার টেকসই উন্নয়নের জন্য সমস্যাগুলো মোকাবেলা, অভিবাসীদের অধিকার ও কল্যাণের উন্নতি এবং আন্তর্জাতিক সেরা অনুশীলনগুলো মেনে চলার বিবিধ নীতি উন্নয়নের চেষ্টা চলছে।
অংশগ্রহণকারীদের মধ্যে বাংলাদেশ সরকার, সিএসও, এনজিও, উন্নয়ন সহযোগী এবং অন্যান্য মূল অংশীজনদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।