শিরোনাম
রংপুর, ২২ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : ‘তথ্যই শক্তি জানব জানাবো, দুর্নীতি রুখবো’ স্লোগানে আজ রোববার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে দু’দিনব্যাপী তথ্যমেলার উদ্বোধন করা হয়েছে।
রংপুর জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) যৌথভাবে এই মেলার আয়োজন করে। দু’দিনব্যাপী এই মেলায় ৩৫টি স্টল স্থান পেয়েছে।
এ উপলক্ষ্যে সেখানে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি ড. শাশ্বত ভট্টাচার্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন, তথ্যমেলা ২০২৪ বাস্তবায়ন কমিটি ও সনাকের আহ্বায়ক অ্যাডভোকেট এএএম মুনীর চৌধুরী, টিআইবির কো-অর্ডিনেটর মো. আতিকুর রহমান এবং ইয়েস গ্রুপ সনাকের ছাত্র প্রতিনিধির সহ-দলনেতা তাসলিমা আক্তার মিম।
প্রধান অতিথি বলেন, তথ্য গণতন্ত্রের প্রাণ। তথ্যের অধিকার মানুষের মৌলিক অধিকার। জনগণের ক্ষমতায়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ, টেকসই উন্নয়ন ও সুশাসন সংহতকরণে সরকার তথ্য অধিকার আইন প্রণয়ন করেছে।
তিনি বলেন, যে দপ্তরের তথ্য যত বেশি উন্মুক্ত, সেই দপ্তর তত বেশি স্বচ্ছ। সরকারি-বেসরকারি সকল দপ্তরের নিজ নিজ ওয়েবসাইটে স্বপ্রণোদিতভাবে তথ্য প্রকাশ করতে হবে, যাতে সেবা গ্রহীতাগণ ওয়েবসাইট ভিজিট করে তাদের যাচিত তথ্য পেতে পারেন।
সেবা প্রদান নিশ্চিতকরণ প্রসঙ্গে তিনি বলেন, দেশের জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণের সেবা নিশ্চিত করা সকল সরকারি কর্মচারীর অন্যতম দায়িত্ব। সেবা গ্রহীতাগণ কিভাবে, কোথায় তাঁদের কাঙ্খিত সেবা পাবেন, সে সম্পর্কে অনেকে জানেন না। এমনকি একটি অফিসে কোন সেবার জন্য কত ফি দিতে হয়, সেবা পেতে কতদিন সময় লাগে, কোনো দপ্তরে সেবা পাওয়া না গেলে তাঁরা কোথায় আপিল করবেন- এসব বিষয়ও অনেকে জানেন না। আবার আপিলে সন্তুষ্ট না হলে কিভাবে তথ্য কমিশনে আবেদন করতে হবে তাও জানেন না।
এজন্য সহজে তথ্য প্রাপ্তির প্রক্রিয়া সম্পর্কে ব্যাপক প্রচারের কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি সরকারি-বেসরকারি বিভিন্ন সেবায় জনগণের তথ্য প্রাপ্তির নিশ্চিতকরণে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
আলোচনাসভা শেষে মেলায় বিভিন্ন দপ্তরের সেবা প্রদান প্রক্রিয়া বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়।