শিরোনাম
লক্ষ্মীপুর, ২৩ ডিসেম্বর, ২০২৪ ( বাসস) : জেলায় আজ পরিস্কার ও পরিচ্ছনতা অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। সোমবার দুপুর ১ টায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানার নির্দেশে এ অভিযান কর্মসূচি শুরু করে বাজার ব্যবস্থাপনা কমিটি।
চন্দ্রগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে মধ্য বাজার থেকে পরিস্কার ও পরিচ্ছনতা শুরু হয়ে বাজার জুড়ে এ অভিযান পালন করা হয়। এসময় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীর পাশাপাশি বিএনপির নেতারাও এতে অংশ নেয়। এসময় উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, চন্দ্রগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এনায়েত উল্লাহ, সদস্য সচিব সাংবাদিক মোহাম্মদ হাছান ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল হান্নান, সদস্য এনামুল হক রতন, ইব্রাহিম খলিল, তসলিম খান সুমন, এরশাদ আলম, জসীম উদ্দীন, কামরুল ইসলাম রিপন, মুজাহিদুল ইসলাম, ফারুক হোসেন প্রমুখ।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, যানজট নিরসনে রাস্তার-আশপাশে ভ্রাম্যমাণ দোকানগুলো সরিয়ে নিতে নির্দেশ দেয়া হয়েছে।