বাসস
  ২৩ ডিসেম্বর ২০২৪, ১৮:৩২

শহীদ মিনারে আরাফাতের জানাজা অনুষ্ঠিত

ঢাকা, ২৩ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত ১২ বছর বয়সী মাদ্রাসা ছাত্র আরাফাত মারা গেছেন। রোববার রাতে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আজ সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে আরাফাতের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার ইমামতি করেন আরাফাতের ভাই হাসান আলী।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, আরাফাতের বাবা শহীদুল ইসলাম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমসহ অনেকে জানাজায় শরিক হন।