শিরোনাম
ঢাকা, ২৩ ডিসেম্বর, ২০২৪(বাসস) : সদ্য প্রয়াত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফের রুহের মাগফিরাত কামনা করে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বাংলাদেশ সচিবালয়স্থ জামে মসজিদে এই দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
মরহুমের বর্ণাঢ্য জীবন ও কর্মের ওপর আলোকপাত করতে গিয়ে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, হাসান আরিফ ছিলেন একজন সৎ, ধার্মিক, পরোপকারী, খাঁটি দেশপ্রেমিক ও বিজ্ঞ আইনজীবী। তিনি অত্যন্ত সহজ-সরল জীবন যাপন করতেন। তিনি বলেন, তিনি (হাসান আরিফ) ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন। তিনি জাতির কাছে সব সময় স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবেন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভূমি সংস্কার বোর্ডেরচেয়ারম্যান এ.জে.এম. সালাহউদ্দিন নাগরী, প্রয়াত উপদেষ্টার পুত্র মোয়াজ আরিফ ও ভূমি মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. আবু বকর ছিদ্দিক।
পরে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।