বাসস
  ২৩ ডিসেম্বর ২০২৪, ১৯:২৫

সাভারে তিতাসের ১টি শিল্প ও ৪০০টি আবাসিক বার্নারের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

ঢাকা, ২৩ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : সাভারের হেমায়েতপুর এলাকায় অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কোম্পানি। 

আজ সোমবার তিনটি স্পটে অভিযান চালিয়ে প্রায় ১.৫ কিলোমিটার লাইন অপসারণ করা হয়েছে এবং ১টি শিল্প ও ৪০০টি আবাসিক বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। উক্ত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় দৈনিক ৬৭ হাজার ২০০ ঘনফুট গ্যাস সাশ্রয় হবে, দৈনিক ভিত্তিতে যার আর্থিক মূল্য ৪৪ হাজার ৬৭০ টাকা। 
 
অভিযানকালে প্রায় ১ হাজার ৫০০ মিটার জিআই পাইপ, ১৫টি রেগুলেটর জব্দ করা হয়েছে। এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করে ‘কে এস ফ্যাশন এন্ড ওয়াশিং কারখানা’কে ১ লাখ টাকা জরিমানা এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়।