বাসস
  ২৩ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৫

ময়মনসিংহে দেশি-বিদেশী অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার

ময়মনসিংহ, ২৩ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : ময়মনসিংহে দেশি-বিদেশী অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। নগরীর মাসকান্দার মৎস্য প্রজনন খামারের নৈশ প্রহরী হৃদয় মিয়ার বাসা থেকে এসব অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এসময় নৈশ প্রহরীর স্ত্রী ফারাজানা শান্তাকে (২২) আটক করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অস্ত্রের মধ্যে রয়েছে দু’টি বিদেশি পিস্তল, একটি এয়ারগান, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বিদেশি মদ, ফেন্সিডিল ও গাঁজা।

সোমবার দুপুরে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড. আশরাফুর রহমান এক প্রেস ব্রিফিংএ এসব তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে নগরীর মাসকান্দা এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিন আরোহী তাদের মোটরসাইকেল রাস্তায় ফেলে মৎস্য প্রজনন খামারের নৈশ প্রহরী হৃদয় মিয়ার বাসায় প্রবেশ করে। পুলিশ হৃদয়ের বাসায় যাওয়ার আগেই তারা দ্রুত পালিয়ে যায়। পরে হৃদয়ের বাসা তল্লাশি করে এসব অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

ডিআইজি জানান, হৃদয় মিয়া ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার নীগুয়ারী গ্রামের বাসিন্দা। সে স্ত্রীকে নিয়ে খামারের কোয়ার্টারে থাকতেন।

তিনি বলেন, গত জুলাই-আগস্ট অভুত্থানে একটি নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা দেশি-বিদেশী অস্ত্র নিয়ে ছাত্র-জনতার উপর হামলা চালিয়েছিল। অস্ত্রগুলো এখনও উদ্ধার করা যায়নি। পুলিশ সেসব অস্ত্র উদ্ধারের সর্বাত্মক চেষ্টা করছে।

পুলিশ সুপার কাজী আখতার উল আলম, কোতোয়ালী  মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান, ওসি তদন্ত সাইফুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।