শিরোনাম
বাগেরহাট, ২৩ ডিসেম্বর ২০২৪ (বাসস): জেলায় আজ খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন উপলক্ষে পুলিশ সুপারের সাথে জেলার ৯টি উপজেলার সব গীর্জার ফাদারদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার পুলিশ সুপারের কার্যালয়ে বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফের সাথে গীর্জার ফাদারদের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় গীর্জার ফাদারগন আসন্ন শুভ বড়দিন উদযাপন বিষয়ে তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধা নিয়ে জেলার পুলিশ সুপারের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
জেলার পুলিশ সুপার তাদের সুবিধা-অসুবিধা শুনে সে মোতাবেক তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার জন্য এএসপি, মংলা, ডিআইও-১ এবং সকল ওসিদের নির্দেশনা প্রদান করেন।