বাসস
  ২৩ ডিসেম্বর ২০২৪, ২১:৩৯

চাঁদপুরে জাহাজে ডাকাতি ও হত্যার ঘটনায় শিল্প মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন

ঢাকা, ২৩ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : চাঁদপুরের হরিণা ফেরিঘাটের কাছে সার বোঝাই এমভি আল বাকেরা জাহাজে ডাকাতের আক্রমণ এবং ক্রুদের নির্মমভাবে হত্যাকান্ড ও আহতের ঘটনায় ৪  সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শিল্প মন্ত্রণালয়।

এই ঘটনায় শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। 

শিল্প মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটিতে মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে  আহবায়ক এবং যুগ্মসচিবকে সদস্য সচিব করা হয়েছে।

এই কমিটিকে সংঘটিত হত্যাকান্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও দায় দায়িত্ব নিরূপণ, অনুরূপ নৌ দুর্ঘটনা রোধে ভবিষ্যতে করণীয় নির্ধারণপূর্বক সুস্পষ্ট সুপারিশসহ একটি প্রতিবেদন আগামী ৫ কর্ম দিবসের মধ্যে দাখিলের নির্দেশনা দেয়া হয়েছে বলে আজ সমন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।