বাসস
  ২৩ ডিসেম্বর ২০২৪, ২৩:২১

আওয়ামী লীগ ১৫ বছর জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত রেখেছে : রুহুল কবির রিজভী


ঢাকা, ২১ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার গত ১৫ বছর জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত রেখেছে। কেড়ে নিয়েছিলো মানুষের অধিকার।

তিনি বলেন, শেখ হাসিনার আমলে নির্বাচনের দরকার ছিল না। কে এমপি হবেন, চেয়ারম্যান হবেন সব নির্ধারণ করতো শেখ হাসিনা। নমিনেশন পেলেই পাস। আর পাস করলেই করা যেতো লুটপাট ও দখলবাজি।

আজ সোমবার বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, মুক্তিযোদ্ধা-বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) জয়নুল আবেদীন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সৌদি আরব বিএনপি’র সভাপতি আহমেদ আলী মুকিত এবং কেন্দ্রীয় নির্বাহীর কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী।

অনিয়মকে না বলাই সংস্কার-একথা উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, সরকার প্রধান যদি কাউকে অন্যায়ভাবে জেল দিতে বলেন, সাজা দিতে বলেন, আর বিচারক যদি তা না করেন সেটিই সংস্কার। ডিসি, এসপিরা যদি মন্ত্রী-এমপির অন্যায় আদেশ না শুনে সঠিক পথে কাজ করে এটিই সংস্কার। যেটি শেখ হাসিনার আমলে হয়নি।

তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে নিম্ন আদালত ৫ বছর সাজা দিলো। উচ্চ আদালত তা ১০ বছর করলো। নিম্ন আদালতে যে ৫ বছর সাজা দিলো তাকে পদন্নোতি দেওয়া হলো, আবার যে বিচারপতি ১০ বছরের সাজা দিলো তাকে আপিল বিভাগের বিচারপতি করে পুরস্কৃত করা হয়েছিল। আর যে বিচারক একটি মিথ্যা মামলায় তারেক রহমানকে খালাস দিয়েছেন, তাকে দেশ ছাড়া করা হয়েছে।

রুহুল কবির রিজভী বলেন, ‘সম্প্রতি তথ্য পাচ্ছি, বাংলাদেশের অনেক গুম-খুনের সঙ্গে ভারত জড়িত। কানাডায় শিখ নেতাকে খুন করেছে কারা? বাংলাদেশের অনেক গুম-খুনের সঙ্গে ভারত যে জড়িত, তা অস্বীকার করা যাবে না। তার প্রমাণ আমাদের সালাউদ্দিন আহমেদ। আওয়ামী লীগের সঙ্গে ভারতের এতই গভীর বন্ধুত্ব যে, আওয়ামী লীগের অনেক দায় ভারত নিয়েছে। ভারত এবং পতিত আওয়ামী লীগ অনেক দাবার চাল দেবে, তাই আমাদেরকে সাবধান থাকতে হবে।'