বাসস
  ২৪ ডিসেম্বর ২০২৪, ১৩:১৪

সাবেক এমপি সাইফুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

ঢাকা, ২৪ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : ঢাকা-১৯ আসনের সাবেক এমপি সাইফুল ইসলামসহ পাঁচজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আসামীদের গ্রেফতারে প্রসিকিউশনের দায়েরকৃত আবেদনের শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে বিচারিক প্যানেল আজ এ আদেশ দেন। পাশাপাশি আগামী ২৬ জানুয়ারি এদের বিষয়ে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলে নির্দেশ দেয়া হয়।

ট্রাইব্যুনাল প্রাঙ্গণে চিফ প্রসিকিউটার মোহাম্মদ তাজুল ইসলাম গণমাধ্যমকে আদেশের বিষয়টি জানান।

তিনি বলেন, '৬ জন মানুষকে হত্যা করে পুলিশের গাড়িতে রেখে আগুন দিলে মানুষ ভাববে ছাত্র-জনতাই পুলিশের গাড়িতে তাদেরকে রেখে আগুন দিয়েছে এবং সে কারণে তারা সবাই মারা গেছে। এভাবে দায় এড়াতে তারা এ নৃশংস কাজটি করে।'

চিফ প্রসিকিউটর বলেন, 'আমাদের তদন্ত সংস্থা এ ব্যাপারে বিস্তারিত তদন্ত করেছে এবং তাতে জানা গেছে যে, এ ঘটনায় ঢাকা-১৯ আসনের তৎকালীন এমপি সাইফুল ইসলাম ও সেইসময় আশুলিয়ায় দায়িত্বরত চারজন পুলিশের কর্মকর্তা সরাসরি গাড়িতে আগুন দেয়ার ঘটনায় জড়িত ছিলেন। সাইফুল ইসলাম শুধুমাত্র গাড়িতে আগুনই দেননি, তিনি আন্দোলনরত ছাত্র জনতার ওপর গুলিবর্ষণও করেছেন।'

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পদত্যাগ করে ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে টানা প্রায় ১৬ বছরের শাসনের পতন হয়।

গত জুলাই-আগস্টে গড়ে ওঠা ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে আওয়ামী লীগ সরকার, দলীয় ক্যাডার ও সরকারের অনুগত প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংগঠিত করে। জাজ্জ্বল্যমান এ অপরাধের বিচার অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।