শিরোনাম
ঢাকা, ২৪ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : আগামীর করণীয় ঠিক করতে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে গণঅধিকার পরিষদ, বাম গণতান্ত্রিক ও ঐক্য ভাসানী ন্যাপের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।
আজ মঙ্গলবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির পক্ষে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, আমাদের চলমান যে কাজগুলো বাকি আছে, এরমধ্যে রয়েছে ৩১ দফা সংস্কার বাস্তবায়ন। এ দফা বাস্তবায়নের কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। তিনি বলেন, ৩১ দফা কর্মসূচি নিয়ে প্রতিনিয়ত আমরা জনগণের কাছে যাচ্ছি। আমদের সঙ্গে যুগপৎ আন্দোলনে শরীকরাও শামিল হচ্ছেন।
বিএনপি নেতা বলেন, এই মূহর্তে সবার একটাই প্রত্যাশা, অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার ও সংসদ, যারা আগামী দিনে এই ৩১ দফা বাস্তবায়ন করবে। কাজেই নির্বাচন অতিসত্বর হওয়ার দরকার। একটা নির্বাচিত সরকার যত তাড়াতাড়ি ক্ষমতায় আসবে দেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক এবং বৈদেশিক যে বিষয়গুলোর আমরা সম্মুখিন হচ্ছি- সেটা নির্বাচিত সরকারের পক্ষেই দ্রুত সমাধান করা সম্ভব।
বৈঠকে সংস্কার বিষয়েও আলোচনা হয়েছে জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংস্কার করতে হবে সংসদে। একটি নির্বাচিত সরকার সেই সংস্কারগুলো সংসদে বাস্তবায়ন করবে। এই অন্তর্ববতী সরকারের পক্ষ থেকে সংস্কারের জন্য যে কমিশনগুলো করা হয়েছে, তারাও যদি সংস্কারের কোন প্রস্তাব রাখতে চান, সংস্কারের সেই প্রস্তাবগুলোও আমরা সংসদে আলোচনা করব। আগামী দিনে সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত দেবে নির্বাচিত সংসদ।
গণফোরাম সভাপতি মোস্তফা মহসিন মন্টু বলেন, আজকে জাতীয় এক সংকটময় মুহূর্ত যাচ্ছে। আমাদের সীমান্তগুলোর অবস্থা ভয়াবহ। আন্তর্জাতিকভাবে আমরা একটা বলয়ের ভিতরে পড়ে গিয়েছি। এমন অবস্থায় জাতীয় ঐক্যের কোন বিকল্প নেই। এই ঐক্য হতে হবে ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনায় ভিত্তিতে।
গণঅধিকার পরিষদের একাংশের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, পতিত স্বৈরাচার আওয়ামীগ এখনো দেশের ভেতরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে। আমাদের স্পষ্ট কথা, আওয়ামী লীগের পুনর্বাসন যারা করবে, তাদের বিরুদ্ধে আমরা গণপ্রতিরোধ গড়ে তুলব।
গণফোরামের পক্ষে দলটির সভাপতি মোস্তফা মোহসীন মন্টু, সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান, সভাপতি পরিষদ সদস্য এডভোকেট এস এম আলতাফ হোসেন, সুব্রত চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু উপস্থিত ছিলেন।
গণঅধিকার পরিষদের একাংশের পক্ষে ছিলেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান, উচ্চতর পরিষদ সদস্য শাকিল উজ্জামান।