শিরোনাম
বান্দরবান, ২৫ ডিসেম্বর ২৪ (বাসস) : যীশু খ্রিষ্ট্রের জন্মদিন স্মরণে নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে বড়দিন পালন করেছে খ্রিষ্টান ধর্মাবলম্বীরা।
এ উপলক্ষে সকাল থেকেই সমবেত প্রার্থনায় মিলিত হয়ে আগামী দিনের সুখের জন্য বিশেষ প্রার্থনা করেন খ্রিষ্টান ধর্মাবলম্বীরা। প্রার্থনায় আত্মশুদ্ধি মধ্য দিয়ে নতুন বছরের সুখ শান্তির প্রত্যাশা করেন তারা। বড়দিন উদযাপনের কেন্দ্রবিন্দুতে ছিল পুনর্জন্ম, নব সূচনা, ক্ষমা ও বিশ্ব শান্তির চেতনা।
বুধবার, মধ্যরাত ১২টা ১ মিনিটে প্রার্থনার মধ্য দিয়ে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয় খ্রিষ্টান সম্প্রদায়ের। ভোর থেকে জেলা সদরে ব্যাপটিস্ট গির্জা ও ফাতেমা রাণী ক্যাথলিক গির্জায় সমবেত প্রার্থনার আয়োজন করা হয়।
এ সময় গির্জায় বড়দিনে ধর্মীয় গান পরিবেশনা করা হয়। সকাল থেকে বান্দরবান শহরের ফাতেমা রাণী গীর্জায় সমবেত প্রার্থনা শেষে সকলে মিলে পরিবেশন করেন যীশুর আরাধনায় সমবেত সংগীতানুষ্ঠান। এ সময় সমবেত সংগীতের মধ্য দিয়ে যীশুর বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন খ্রিষ্টান ধর্মাবলম্বীরা। পরে প্রার্থনা করেন বান্দরবান ফাতেমা রাণী গীর্জার ফাদার সুধীর দাস (সি.এস.সি) পাল পুরোহিত।
বড়দিন উপলক্ষে জেলার ৭টি উপজেলার প্রতিটি গীর্জায় নেওয়া হয় পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা।