বাসস
  ২৫ ডিসেম্বর ২০২৪, ১৮:১৭

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত


ময়মনসিংহ, ২৫ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : জেলার ভালুকায় বাস চাপায় আলমগীর হোসেন (২২) নামে এক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করলেও ঘাতক বাসসহ চালককে আটক করতে পারেনি।

ভালুকার ভরাডোবা হাইওয়ে পুলিশের ওসি জাহাঙ্গীর আলম জানান, বুধবার সকালে ভালুকা উপজেলার নেক্র এগ্রো ফার্ম লি. এর শ্রমিক আলমগীর হোসেন দুধ নিয়ে আসার পথে মহাসড়কের কাঠালী নামক স্থানে অজ্ঞাত একটি বাস চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

পুলিশ ঘটনাস্থল থেকে আহত আলমগীরকে উদ্ধার করে ভালুকা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আলমগীর হোসেন উপজেলার কাদিগড় গ্রামের ফারুক হোসেনের ছেলে।