বাসস
  ২৮ ডিসেম্বর ২০২৪, ২২:৫৮

স্বৈরাচারের প্রেতাত্মারা সচিবালয়ের ঘটনাটি ঘটিয়েছে: রিজভী আহমেদ

বাসস, রংপুর, ২৮ ডিসেম্বর ২০২৪ (বাসস) : বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ বলেছেন, স্বৈরাচারের প্রেতাত্মারা সচিবালয়সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে ঘাপটি মেরে আছে। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি তাদের ষড়যন্ত্রেরই অংশ। সেই স্বড়যন্ত্র রুখে দিতে জীবন দিয়েছে সোহানুর জামান নয়ন।

আজ শনিবার সকালে রংপুরের মিঠাপুকুর উপজেলার আটপুনিয়ায় এলাকায় নিহত নয়নের পরিবারের সাথে সাক্ষাৎ করে গণমাধ্যমে এ কথা বলেন রিজভী।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে নিহত ফায়ার সার্ভিসে কর্মরত নয়নের পরিবারের সাথে সাক্ষাৎ করেন বিএনপি’র একটি প্রতিনিধি দল।

এ সময়  আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, ‘আমরা বিএনপি পরিবার’র  সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ স্থানীয় নেতারা।

রিজভী বলেন, স্বৈরাচার শেখ হাসিনাসহ তার পতিত রাজনীতিবিদদের পাচার করা অর্থের নথিপত্র ধ্বংস করতে সচিবালয়ে অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে।

ফায়ার ফাইটার নয়ন সেই স্বড়যন্ত্রের অগ্নিকাণ্ড নেভাতে নিজের জীবন উৎসর্গ করে দারুন পেশাদারিত্বের দৃষ্টান্ত স্থাপন করেছেন।

বিএনপি নয়নের অসহায় পরিবারকে সার্বিকভাবে সহযোগিতা করবে বলে থাকবেন বলে আশ্বস্ত করেন তিনি। একই সাথে নয়নের পরিবারের সদস্যদের চাকরি দেয়াসহ পুনর্বাসন করতে সরকারকেও এগিয়ে আসার আহ্বান জানান রিজভী।

রিজভী আরও বলেন, এখনো বিভিন্ন উপায়ে গণতন্ত্রবিরোধী শক্তি এবং পতিত স্বৈরাচারের দোসররা নানাভাবে কাজ করছে। একটির পর একটি ঘটনা সারাদেশের মানুষকে ভাবিয়ে তুলছে, আতঙ্কিত করছে। উদ্বেগ ও উৎকণ্ঠায় নিমজ্জিত রাখছে। সচিবালয় চারদিক বেষ্টিত একটি সরকারি দফতর। সেখানে আগুনে ভস্মীভূত হয়ে গেছে অনেক ফাইল। তারমধ্যে সবচেয়ে বিতর্কিত দুর্নীতিবাজ সাবেক কেবিনেট সচিব, যার নামে তদন্ত হচ্ছে তার ফাইলও পুড়ে গেছে। এটা তো রহস্যজনক। আজকে সারাদেশের মানুষ সন্দেহ পোষণ করছে। কারণ বুধবার দেখেছি শেখ হাসিনার নিকটজনদের বেশকিছু ফাইল তলব করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। এ কারণেই  এ ধরনের ঘটনা সচিবালয়ে ঘটেছে। এসব ঘটনা বিচ্ছিন্ন ঘটনা নয়।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা স্বৈরাচারের দোসরদের চিহ্নিত করে ব্যবস্থা নেননি। বৈপ্লবিক চেতনা নিয়ে, ছাত্র-জনতার আত্মাহুতির স্পিরিটকে লালন করে প্রশাসন সাজানো হয়নি। শেখ হাসিনার দোসর ও আওয়ামী লীগকে যারা লালন-পালন করে ও সহযোগিতা করেছে, মুজিব কোট পড়ে ওসি ও এসপির দায়িত্ব পালন করেছে, তারাই আজকে সচিবালয়ের বিভিন্ন পদে বসে আছেন। তারা অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে কেন? তারা গণতন্ত্রের বিপ্লবকে ধারণ করবে কেন? তারা নানা কারসাজির মধ্যে দিয়ে এই সরকারকে ব্যর্থ করার চেষ্টা চালাচ্ছে।

‘আমরা বিএনপি পরিবারর আহ্বায়ক আতিকুর রহমান রুমান বলেছেন, তারেক রহমানের নির্দেশে নিহত ফায়ার ফাইটার নয়নের বাড়িতে এসেছে বিএনপি প্রতিনিধি দল। বিএনপি সব সময় নয়নের পরিবারের খোঁজ রাখবে।

বিএনপির প্রতিনিধি দল নয়নের বাড়িতে আসায় বিএনপি প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নয়নের বাবা আখতারুজ্জামান।