শিরোনাম
রংপুর, ২৯ ডিসেম্বর, ২০২৪ (বাসস): রংপুরের প্রথম একুশে পদকপ্রাপ্ত, গণমাধ্যম ব্যক্তিত্ব, ‘চারণ সাংবাদিক’ মোনাজাতউদ্দিনের ২৯তম মৃত্যুবার্ষিকী আজ।
এ উপলক্ষে রোববার সকালে রংপুর মহানগর এবং তার জন্মস্থান গঙ্গাচড়ায় স্মরণসভা, দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিকেলে রংপুর সাংবাদিক ইউনিয়ন, সিটি প্রেসক্লাব ও প্রেসক্লাব রংপুরে দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিন ১৯৯৫ সালের ২৯ ডিসেম্বর না ফেরার দেশে পাড়ি জমান।
ছাত্র থাকাকালীন বগুড়ার সাপ্তাহিক বুলেটিন পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা পেশায় আসেন তিনি। ভালো গীতিকার হিসেবেও তার ছিল বেশ সুনাম। তার রচিত একমাত্র নাটক ‘রাজা কাহিনি’। মৃত্যুর আগে ও পরে মোনাজাতউদ্দিনের লেখা বেশ কয়েকটি গ্রন্থ প্রকাশ পায়। এর মধ্যে রয়েছে- সংবাদের নেপথ্য, পথ থেকে পথে, নিজস্ব রিপোর্ট, কাগজে মানুষেরা, নরনারী, শাহ আলম ও মজিবের কাহিনি, পায়রাবন্দের শেকড় সংবাদ, ছোট ছোট গল্প, কানসোনার মুখ, লক্ষ্মীটারী, চিলমারীর এক যুগ ইত্যাদি।
সাংবাদিক মোনাজাতউদ্দিনের মৃত্যুবার্ষিকীতে আজ আয়োজিত বিভিন্ন কর্মসুচির মধ্যে ছিল কবর জিয়ারত, বিশেষ দোয়া মাহফিল ও এতিম শিশুদের জন্য খাবার বিতরণ। এছাড়া রংপুর সাংবাদিক ইউনিয়ন ও সিটি প্রেসক্লাব রংপুরের উদ্যোগে বাদ আছর ক্লাব কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রংপুর প্রেসক্লাবের উদ্যোগে স্থানীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজনসহ গঙ্গাচড়ায় সাংবাদিক আব্দুল মজিদ-মোনাজাতউদ্দিন স্মৃতি সংসদ দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।