বাসস
  ২৯ ডিসেম্বর ২০২৪, ২২:০৫

রাজধানীতে ১৬টি মামলার আসামি বাঙ্গাল সুমন গ্রেফতার 

প্রতীকী ছবি

ঢাকা, ২৯ ডিসেম্বর, ২০২৪ (বাসস): রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে ১৬টি মামলার এজাহারভুক্ত আসামি বাঙ্গাল সুমনসহ তিন মাদক কারবারিকে ইয়াবাসহ গ্রেফতার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলো- মো. সুমন মির্জা ওরফে বাঙ্গাল সুমন (৩৫), মো.  আজাদ মিয়া (৩৩) ও মো. রবিন মিয়া (২৮)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শনিবার রাতে মতিঝিল থানার আরামবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, তিনজন মাদক কারবারি মতিঝিল থানার আরামবাগের ৯৪ নম্বর বাসার ষষ্ঠ তলায় ইয়াবা বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালায়  মতিঝিল থানা পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এতে বলা হয়, গ্রেফতার ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। ইয়াবা বিক্রির জন্যই তারা সেখানে অবস্থান করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতার মো. সুমন মির্জা ওরফে বাঙ্গাল সুমনের বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন, চুরি ও মাদকের ১৬টি মামলা রয়েছে।