বাসস
  ২৯ ডিসেম্বর ২০২৪, ২২:৫২

স্কুলের পাশে গড়ে ওঠা অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

ঝালকাঠিতে স্কুলের পাশে গড়ে ওঠা অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

ঝালকাঠি, ২৯ ডিসেম্বর ২০২৪ (বাসস): নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামে স্কুলের পাশে অবৈধভাবে গড়ে ওঠা অনুমোদনহীন কাঁচা ইট ধ্বংস ও ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। 

আজ রোববার দুপুর ২টায় ইট ভাটায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। এতে নেতৃত্ব দেন ঢাকা পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা।

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা অমান্য করে ছাড়পত্র ছাড়া ফসলি জমির ওপর ইট ভাটা তৈরি করে কার্যক্রম চালাচ্ছিল রিয়াজ নামের একটি প্রতিষ্ঠান। এ অবৈধ ইটভাটার বিষয়ে পরিবেশ