বাসস
  ২৯ ডিসেম্বর ২০২৪, ২৩:৩৮

কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসে দুদকের অভিযান

 

কিশোরগঞ্জ, ২৯ ডিসেম্বর, ২০২৪ (বাসস):  কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

আজ রোববার দুপুরে দুদক এক অভিযান চালিয়ে সদর উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও প্রকল্পের অর্থ আত্মসাতের প্রমাণ পায়।

কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও প্রকল্পের অর্থ আত্মসাৎ করার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বিভিন্ন প্রকল্পের নথিপত্রের সাপেক্ষে সরেজমিনে প্রকল্পের স্থান পরিদর্শন এবং কৃষকদের সাথে কথা বলে সংশ্লিষ্ট প্রকল্পসমূহের প্রশিক্ষণ, কৃষি উপকরণ বিতরণসহ বিভিন্ন পর্যায়ে অনিয়মের প্রাথমিক সত্যতা রয়েছে মর্মে টিমের নিকট প্রতীয়মান হয়। অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

সরকারি তথ্য বাতায়নে দেয়া বর্তমান সদর উপজেলা কৃষি অফিসার মোতালেব হোসেন ০১৭১৮৮৭৯০২৮ নাম্বারে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি। 

পরে উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আবুল হাসেমের সাথে যোগাযোগ করা হলে তিনি দুদকের অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, দুপুর ১টা বা দেড়টার টার দিকে দুদকের দল অফিসে আসেন। বিভিন্ন প্রকল্পের বিল ভাউচার দেখেছেন দুদকের দল। এগুলোর ফটোকপি দেওয়ার জন্য স্যারকে বলে গেছেন। পরে স্যারকে নিয়ে বিকেলে ফিল্ডে গেছেন। 

আগের কৃষি কর্মকর্তা ফাহিমা আক্তার ফাহিমের বিরুদ্ধে তদন্ত করতেই দুদকের দল অফিসে এসেছেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা ফাহিমা আক্তার ফাহিমের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে গত ৭ নভেম্বর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে বদলি করা হয়।