বাসস
  ৩০ ডিসেম্বর ২০২৪, ১৯:০৭

ভবিষ্যত বাংলাদেশ বিনির্মাণে ছাত্র-জনতার গণঅভ্যূত্থানের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে “ভবিষ্যত বাংলাদেশ বিনির্মাণে ছাত্র-জনতার গণঅভ্যূত্থানের ভূমিকা” শীর্ষক এক সেমিনার আজ অনুষ্ঠিত হয়। ছবি: পিআইডি

ঢাকা, ৩০ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে “ভবিষ্যত বাংলাদেশ বিনির্মাণে ছাত্র-জনতার গণঅভ্যূত্থানের ভূমিকা” শীর্ষক এক সেমিনার আজ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর এম আমিনুল ইসলাম। এসময় তিনি ছাত্র-জনতার গণঅভ্যুত্থান-২০২৪ এর ২০২৫ সালের ক্যালেন্ডার উদ্বোধন করেছেন।

প্রধান অতিথি আমিনুল ইসলাম বলেন, বর্তমানে চতুর্থ শিল্পবিপ্লবের যুগ চলমান। আগামীতে এআই রেভাল্যূশন মোকাবিলা করার জন্য যোগ্য নাগরিক গড়ে তুলতে সরকার কাজ করছে। এজন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এআই বিশেষজ্ঞ মাধ্যমে কোর্স ও কর্মশালা বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, বাংলা শিক্ষার পাশাপাশি ইংরেজিতে দক্ষতা অর্জনের ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে। লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং এসব বিষয়ে দক্ষতা অর্জন করতে পারলে আমাদের দেশের শিক্ষার্থীদের জন্য দেশে ও বিদেশে সম্ভাবনাময় কর্মক্ষেত্র তৈরি হবে।

প্রফেসর আমিনুল বলেন, পাশাপাশি কম্পিউটারে দক্ষতা অর্জন করতে পারলে পৃথিবীর সব জায়গায় নিজেদের স্থান করে নিতে পারবে। তাই তরুণদের উদ্যোগী হতে হবে। বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জনের জন্য তাদের চেষ্টা চালিয়ে যেতে হবে।

বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) প্রফেসর ডা. মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- প্রফেসর ডা. মো. সায়েদুর রহমান  (বিশেষ সহকারী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়), নাজমা মোবারেক (সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ.এম. সরওয়ারউদ্দিন চৌধুরী ও ছাত্রকল্যাণ ট্রাস্টের নির্বাহী পরিচালক নুরে আলম তালুকদার।