বাসস
  ৩০ ডিসেম্বর ২০২৪, ২১:১৮

নারায়ণগঞ্জ ও কুষ্টিয়ায় নতুন জেলা প্রশাসক

ঢাকা, ৩০ ডিসেম্বর, ২০২৪ (বাসস): সরকার নারায়ণগঞ্জ ও কুষ্টিয়া জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ করেছে।

আজ এ সংক্রান্ত গেজেট প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমানকে নতুন ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নারায়ণগঞ্জে বদলি করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে গাজীপুর সিটি করপোরেশনের সচিব (উপসচিব) শামীম আরা রিনিকে কুষ্টিয়ার নতুন ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আদেশ অবিলম্বে কার্যকর হবে।